Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধের প্রস্তাব হুতি বিদ্রোহীদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


শান্তি উদ্যোগের প্রথম ধাপ হিসেবে সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাব যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য ‘শক্তিশালী বার্তা’ দিতে পারে। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এক সপ্তাহ পর হুতিদের এমন প্রস্তাব আসলো।

হুতিরা ওই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইরান অস্বীকার করেছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাশাত জানিয়েছেন, গোষ্ঠীটি সৌদি আরবের ওপর সব ধরনের হামলা বন্ধ করবে ‍যদি সৌদি আরব ও তার মিত্ররা একই কাজ করে।

ইয়েমেনের সব পক্ষগুলোর প্রতি ‘ব্যাপক জাতীয় পুনর্মিলনের’ জন্য কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত হুতিদের এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে। এই যুদ্ধ লাখ লাখ মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।

২০১৫ সালে হুতিরা প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে সরিয়ে রাজধানী সানা দখল করে নেয়। তারপর প্রতিবেশী সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করলে সংঘাত আরও বেড়ে যায়। এর জবাবে হুতিরা সৌদি আরবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো শুরু করে।

Bootstrap Image Preview