Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রেনের ছাদে উঠে ৪৭ হাজার টাকা জরিমানা দিল যাত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিনা টিকিটে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে তিনটি আন্তঃনগর ট্রেন থেকে ১৭০ যাত্রীকে আটক করে জরিমানা করেছেন পাকশী রেলওয়ে বিভাগীয় দফতরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঈশ্বরদী-ঢাকা রেল রুটের বিভিন্ন রেলওয়ে স্টেশনে ব্লক চেকিংয়ে পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৪৭ হাজার ২০০ টাকা আদায় করা হয়।

রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় রেলওয়ে কর্মচারী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ৭৫৪ নং সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৫ নং আন্তঃনগর একতা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৭৭১ নং আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ছাদে বিনা টিকিট ভ্রমণ করা যাত্রীদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১৭০ জন ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৩৫ হাজার ৪০০ টাকা ও জরিমানা বাবদ ১১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়া জানান, টিকিট না কেটে ট্রেনে চড়া মানুষের সংখ্যা অনেকটা কমে গেছে। বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়া কিছু মানুষ এখনো রয়েছে। এমন অভিযান চললে তারা আর ট্রেনের ছাদে চড়বে না। এই অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview