Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে সৌদি আরব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


সৌদি আরব তার পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির নয়া জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান সোমবার এ তথ্য জানান।

তিনি বলেছেন, তার দেশ পরমাণু জ্বালানি উৎপাদনের জন্য ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে। তারা খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান প্রিন্স আব্দুল আজিজ। আগামী ২০২০ সালেই দু’টি পরমাণু চুল্লি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।

সৌদি আরব বলছে, তারা শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহার করবে। তবে এর আগে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র বানালে তারাও বানাবে। ইরান প্রথম থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিরোধিতা করে আসছে এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিপূর্ণ পর্যবেক্ষণে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

ইসরাইলের কাছে বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র থাকার পরও সৌদি আরব বিষয়টি নিয়ে কখনোই কোনো কথা বলে না।

Bootstrap Image Preview