Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চমক দিয়ে এবার আরেক ছেলেকে মন্ত্রী বানালেন সৌদি বাদশাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৭ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষপদে পরিবর্তন এসেছে। বর্তমান জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহকে সরিয়ে রাজপুত্র প্রিন্স আবদুল আজিজ বিন সালমানকে নতুন মন্ত্রী ঘোষণা করেছেন সৌদি বাদশাহ।

রোববার সকালে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ পরিবর্তনের ঘোষণা দেন। খবর আল-আরাবিয়ার।

নতুন এ পরিবর্তনের মাধ্যমে ক্ষমতাসীন আল সৌদ পরিবারের কোনো সদস্য এ প্রথম সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেলেন। বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ হিসেবে মন্ত্রণালয়টি সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ।

নবনিযুক্ত জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে তৎকালীন জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৫ সালে তাকে তেল উপমন্ত্রী করা হয়। প্রায় এক দশক ধরে এ দায়িত্ব পালনের পর তাকে সহকারী তেলমন্ত্রী করা হয়। ২০১৭ সালে জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview