Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিয়ে শিক্ষকের ‘ইয়াবার কারখানা’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গবেষণার আড়ালে দিনের পর দিন তৈরি করেন নিষিদ্ধ মাদক। সেই মাদক বিক্রি হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। জাপানের এক অধ্যাপক এভাবে কোটি কোটি টাকা আয়ের পর ধরা পড়েছেন।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই অধ্যাপকের গবেষণাগারে হানা দেন তদন্তকারীরা। অধ্যাপকের নাম তাতসুনোরি ইয়ামুরা। মাত্সুয়ামা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০১৩ থেকে ছাত্রদের দিয়ে ওই নিষিদ্ধ মাদক তৈরি করাচ্ছিলেন ইয়ামুরা। ১১ জন প্রাক্তন ছাত্রকে নিয়ে এই কাজ করছিলেন তিনি।

জাপানের আইন অনুযায়ী, শিক্ষামূলক কাজের জন্য যদি কোনও নিষিদ্ধ মাদক তৈরি করা হয়, তা হলে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। তদন্তকারীরা বলছেন, ইয়ামুরা এ ব্যাপারে কোনও অনুমতিই নেননি।

ইয়ামুরা মূলত স্নায়বিক উত্তেজক বর্ধক মাদক(যা আমাদের অঞ্চলে ইয়াবা নামে পরিচিত) তৈরি করতেন। বিভিন্ন পার্টিতে এর চাহিদা প্রচুর।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাতসুয়া মিজোগামি বলেন, ‘এমন একটা ঘটনার জন্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। অভিযোগ প্রমাণিত হলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview