Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাত্র ৮ ঘণ্টায় ইরানকে ধূলিসাৎ করা সম্ভব: সৌদি যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


বর্তমানে সামরিক শক্তি বিবেচনায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব চাইলেই তেল সমৃদ্ধ রাষ্ট্র ইরানের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে। কেবল তা-ই নয়, যুদ্ধ বাঁধলে রিয়াদ মাত্র আট ঘণ্টায় তেহরানকে পুরোপুরি ধূলিসাৎ করেতে পারে। এমনটাই দাবি করেছেন সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিন সুলতান বিন নাসের আল-সৌদ।

গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) টুইট বার্তায় এবং পরদিন শুক্রবার এক ভিডিও সাক্ষাৎকারে সৌদি প্রিন্স এমন দাবি করেন বলে জানিয়েছে গণমাধ্যম 'দ্য সৌদি গেজেট'।

'সৌদি চ্যানেল-২৪' টেলিভিশনে প্রকাশিত সেই সাক্ষাৎকারে সৌদি আরবের 'এফ-১৫' এবং ইরানের 'এফ-৪' ফ্যান্টম যুদ্ধবিমানের মধ্যে ব্যাপক তুলনা করে হয়। যেখানে সৌদি যুবরাজ দাবি করেন, 'রিয়াদ বর্তমানে অস্ত্র এবং বিমানের দিক থেকে তেহরানের চেয়ে অনেকটাই উন্নত। তাছাড়া তেহরানের সামরিক সরঞ্জাম আগের আমলের; যা বেশ পুরনো। বর্তমানে এগুলোর কার্যকারিতা তেমনটা নেই বললেই চলে।'

সাক্ষাৎকারে প্রিন্স আব্দুল্লাহ বলেছেন, 'আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ নৌবাহিনী, স্থল ও বিমানবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রও আমরা এগিয়ে। আর যা গোপন আছে, তা তো বিশাল। দুনিয়ায় এমন কোনো শক্তি নেই, যা চলার পথে আমাদের একতা ও উত্থানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। এ জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ।'

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে সাপে-নেউলে সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি হরমুজ প্রণালী ইস্যুতেও এক পরস্পর বিরোধী অবস্থানে আছে দুই দেশ। তাছাড়া ইয়েমেনে ২০১৪ সাল থেকে চলা গৃহযুদ্ধকেও ইরান-সৌদির ছায়াযুদ্ধ হিসেবে আন্তর্জাতিক মহলে অভিহিত করা হয়।

যার অংশ হিসেবে ইরান অঞ্চলটিতে শিয়াপন্থি সশস্ত্র হুথি বিদ্রোহীদের এবং সৌদি ক্ষমতাচ্যুত সরকারের সমর্থনে সংঘাত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও ইরান হুথি বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে।

Bootstrap Image Preview