Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যর্থ ভারতের চন্দ্র অভিযান, সংবাদ সম্মেলনে যা বললেন মোদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭ AM

bdmorning Image Preview


চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, গত কয়েক ঘণ্টা ধরে উদ্বেগে কাটিয়েছে দেশবাসী। সবাই আমাদের বিজ্ঞানীদের প্রতি সমব্যাথী। আজ চাঁদে পৌঁছনোর জেদ আমাদের আরও দৃঢ় হল।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি এসব কথা বলেন।

ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে মোদী বললেন, ‘আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি। আপনারা দেশকে গর্বিত করার জন্য সারা জীবন কাজ করছেন।’

তিনি বলেন, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব না। আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই। আমাদের কেউ রুখতে পারবেন না। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই। কাল নতুন ভোর হবে আর আরও উজ্জ্বল হবে। বিজ্ঞানীরা পাথর ভেঙে পথ তৈরির মানুষ।

তিনি আরও বলেন, হয়তো চন্দ্রযানের অভিযান সফল হয়নি কিন্তু দারুণ হয়েছে। এই পুরো মিশন ঘিরে সারা দেশবাসী ভীষণ উত্তেজিত ছিলেন। আমি নিজেও সব সময় এর খবর রাখছিলাম।যা হয়েছে সেটা তাঁদের নিরলস পরিশ্রমের ফল। বিজ্ঞানীদের পাশাপাশি আমি তাঁদের পরিবারকেও স্যালুট জানাচ্ছি।

আমাদের চাঁদ নিয়ে নানা কল্পনা রয়েছে, চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হল এতে। আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে রয়েছি।

মোদী বলেন, বাধা নিশ্চয়ই এসেছে, কিন্তু আমরা পিছিয়ে পড়িনি। যখন কমিউনিকেশন বন্ধ হয়ে গেল সকলের মনে একটাই প্রশ্ন জাগল। প্রতিটা ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসীও হলেন। চাঁদের পৌঁছনোর জন্য আমাদের ইচ্ছাশক্তি আরও প্রবল হয়েছে। সংকল্প আরও দৃঢ় হয়েছে।

তিনি বলেন, এই অভিযানের সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন। বাধা এসেছে হয়তো কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরব না। আজ হয়তো চাঁদে আমাদের অভিযান ব্যর্থ হয়েছে। কিন্তু আশা হারাব না। কাল রাত থেকে আপনারা কেউ ঘুমাননি। তাও আমার আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছে হল।

Bootstrap Image Preview