Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্মঘাতী হামলার জন্য গরুকে ব্যবহার করবে আইএস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


আত্মঘাতী হামলার জন্য বোমারু হিসেবে এবার গরুকে কাজে লাগানোর নতুন কৌশল নিয়েছে আইএস জঙ্গিরা। দীর্ঘদিনের লড়াইয়ে দুর্বল হয়ে পড়ায় এবং সদস্যসংখ্যা কমে যাওয়াতে এ কৌশল নেয় জঙ্গিগোষ্ঠীটি।

ইরাকের দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল-আতিয়া জানান, বুধবার আল ইসলাহ’র অধিবাসীরা বিস্ফোরক বেল্ট বাঁধা দুটো গরুকে গ্রামের উত্তর পাশে ঘুরতে দেখেছেন।

তিনি বলেন, গরু দুটো গ্রামের উপকণ্ঠে ঘেরাঘুরি করতে করতে বাড়িঘরের কাছে যাওয়ামাত্র রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গরুগুলো মারা যাওয়ার পাশাপাশি আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বোমা হামলার জন্য গরুর মত প্রাণী ব্যবহার করাকে খুবই অদ্ভুত ব্যাপার হিসেবে বলছেন ইরাকের লোকজন।

চার বছরের যুদ্ধে জনশক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়া আইএস এখন আত্মঘাতী হামলার জন্য মানুষের বদলে গরুকে বেছে নিয়েছে।

আইএসের এমন অদ্ভুত কাণ্ডে মার্কিন প্রশাসনের কর্তারা চিন্তিত বলেও জানা গেছে।

Bootstrap Image Preview