Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে দেয়াল করতে ৩৬০ কোটি ডলার আদায় ট্রাম্পের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করতে ৫৭০ কোটি ডলার চাইলেও কংগ্রেসের অনুমোদন না থাকায় তা পাননি তিনি। তবে দেয়াল তৈরির জন্য ৩৬০ কোটি ডলার জোগাড় করেছেন ট্রাম্প। দেশটির সামরিক খাত থেকে ব্যয় কমিয়ে এই অর্থ দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। 

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার জানিয়েছেন, সীমান্তে দেয়াল তুলতে খরচ করার জন্য সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে এই ৩৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দক্ষিণে ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল) দীর্ঘ এ দেয়াল তৈরি করা হবে।

দেয়াল নির্মাণে ব্যয়ের অনুমোদনের কথা জানিয়ে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে একটা চিঠি লিখেছেন মার্ক এসপার। চিঠিতে এসগার লিখেছেন, ‘জাতীয় জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য দেয়াল নির্মাণের প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন’ আর সে কারণেই পেন্টাগন এ অর্থ অনুমোদন করেছে।

সেনাবাহিনীর অনেকগুলো প্রকল্পের টাকা এভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল গড়ায় ব্যয় করার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ‘এটি (অর্থ অনুমোদন) সেনাবাহিনীর সদস্যদের গালে থাপ্পড়’। তিনি জানান, তার দল দেয়াল গড়ায় অর্থ ব্যয়ের কঠোর বিরোধিতা করবে।

Bootstrap Image Preview