Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরমাণু অস্ত্র না থাকার আক্ষেপ এরদোগানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আংকারাকে নিজস্ব পরমাণু অস্ত্র অর্জনে নিষেধ করছে পারমাণবিক শক্তিধর দেশগুলো, যেটা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

বুধবার (৪ সেপ্টেম্বর) তুরস্কের সিভাস শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে এরদোগান বলেন, বেশ কয়েকটি দেশের পারমাণবিক ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু আমাদের এ ধরণের অস্ত্র নেই। আমি এটা কোনো ভাবেই  মানতে পারছি না।

এরদোগান বলেন, বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই, যারা এই অস্ত্রের মালিক না।

যুক্তরাষ্ট্রের হুমকি ‍উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে যখন তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, তখন তিনি এমন আক্ষেপ করলেন।-খবর রয়টার্স ও এএফপির

তুরস্ক ১৯৮০ সালে পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করেছে। অবশ্য ১৯৯৬ সালে বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতে সই করে দেশটি। এ চুক্তি অনুযায়ী যে কোনো উদ্দেশ্যে পরমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে।

সমাবেশে এরদোগান বলেন, আমাদের কাছেই ইসরাইল, প্রায় প্রতিবেশী দেশ। তারা এই অস্ত্রের মালিক হয়ে অন্য দেশকে আতঙ্কিত করে রেখেছে। কেউ তাদের স্পর্শ করতে পারে না।
 

Bootstrap Image Preview