Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেদের পরিণতি ভেবেই ইরানে হামলা চালাননি ট্রাম্প: বাকেরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরানে অনুপ্রবেশকারী মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়ে পাল্টা হামলা চালায়নি। মার্কিন সেনাবাহিনী তাকে বুঝিয়েছিল যে তেহরানের ওপর হামলা চালানো হলে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) মোহাম্মদ বাকেরি বলেন, যখন মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় তখন ইরানের ওপর তৎক্ষণাৎ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের ওপর হামলা চালানো হলে এর পরিণতি সম্পর্কে অবগত করেন।

বিশেষ করে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, যেসব দেশে প্রতিরোধকামী সংগঠনগুলো সক্রিয় আছে তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে সে বিষয়ে তাকে ব্রিফিং করেন।

তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবেন না। শত শত মানুষের প্রাণহানি ঘটবে-এই অজুহাতে তিনি হামলা চালান নি বলে ট্রাম্প যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা।

Bootstrap Image Preview