Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজেপি সাংসদের দাবি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


কোনও চীনা সেনার অনুপ্রবেশ হয়নি ভারতে। বিজেপি সাংসদের দাবি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। গতকাল বুধবার ঐ সাংসদের প্রকাশ করা ভিডিও ভুয়া বলে দাবি করে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ দাবি করেছিলেন, অরুণাচলের প্রত্যন্ত আনজয় জেলায় ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনকি একটি ব্রিজ বানিয়ে ফেলেছে বলেও দাবি করেন ঐ সাংসদ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়।

এরপরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরকম কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে জায়গার ছবি দেখানো হচ্ছে, সেটি আসলে ফিশ টেল। ওই এলাকায় লাইন অব কন্ট্রোলের সীমা নিয়ে ভিন্ন ধারনা আছে। ঠিক যেমন অন্যান্য অনেক জায়গাতেই আছে। তবে ভারতের সেনাবাহিনী গিয়ে এই দাবির সত্যতা যাচাই করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যে নালার উপর ব্রিজ তৈরি হচ্ছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে, ‘ডিমারু’ নামের সেই ব্রিজ চিহ্নিত করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে ভারত।

বিজেপি সাংসদ তাপি গাও ভিডিও প্রকাশ করে দাবি করেন, এক মাস আগে ব্রিজটি বানানো হয়েছে। চীনের সেনারাই এই ব্রিজ নির্মাণ করে। তাপির গাওয়ের মতে অরুণাচল প্রদেশ খুবই স্পর্শকাতর এলাকা। এখানকার পার্বত্য অঞ্চলে একাধিক অনুপ্রবেশের রাস্তা রয়েছে। যা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন কেন্দ্রের।

বিজেপি সাংসদের দাবি ওই ব্রিজের চারপাশে বুটের দাগ দেখতে পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারাই এই খবর দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদি এই খবর সত্যি হয়, তবে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তা রীতিমত উদ্বেগের বলে জানিয়েছেন এই বিজেপি সাংসদ। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের আনজয় জেলার সানগালাম গ্রামটি চীন সীমান্তের খুব কাছে অবস্থিত। রীতিমত স্পর্শকাতর এলাকা হিসেবে এটিকে চিহ্নিত করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্র : কলকাতা ২৪x৭।

Bootstrap Image Preview