Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview


ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩ জন। তাছাড়া বিধ্বস্ত ভবনটির ভেতরে এখনো বহু লোক আটকে আছেন বলে দাবি উদ্ধার কর্মীদের।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম 'এনডিটিভি' জানায়, বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে রাজ্যটির গুরদাসপুর শহরের একটি আতশবাজি তৈরির কারখানায় আচমকা এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে একইদিন রাতেও মরদেহ বের করে আনা এবং আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।

এ দিকে রাজ্যের উদ্ধার কর্মকর্তাদের একজন মুখপাত্র ঘটনার সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, 'পাঞ্জাবের ঘন জনবসতিপূর্ণ বাতালা এলাকায় আচমকা এই বিস্ফোরণটি ঘটে। এতে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাছাড়া দাহ্য পদার্থে বোঝাই ভবনটির আশেপাশে থাকা বাড়িঘরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে একটি গাড়ির ওয়ার্কশপও আছে।'

তিনি বলেন, 'ঠিক কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে আমাদের কর্মীরা ঘটনার তদন্ত এবং নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।'

অপর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেছেন, 'আমাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে। জেলার কালেক্টর ও সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্ট উদ্ধার কাজে তদারকি করছেন।'

স্থানীয় এক বাসিন্দা বলেন, 'শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মতিথি উদযাপন উপলক্ষে বুধবার একটি 'নগর কীর্তন' বেরুনোর কথা ছিল। মূলত এ জন্যই বিপুল পরিমাণ আতশবাজি তৈরি করে সেখানে মজুদ করা হচ্ছিল।'

আরও পড়ুন :- দুর্নীতির দায়ে চিদাম্বরমের পর আরেক কংগ্রেস নেতা গ্রেফতার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক এলাকার মধ্যে বেশ কয়েক বছর যাবত সম্পূর্ণ বেআইনিভাবে কারখানাটি চলছিল। প্রশাসনকে বারংবার বিষয়টি জানালেও তারা এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

Bootstrap Image Preview