Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মীরের প্রতি সমর্থন জানালো ওআইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থন জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। পাশাপাশি কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে।

গত শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে ওআইসি। খবর- আরব নিউজ।

সংস্থাটির বিবৃতির বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, কাশ্মীরের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে ওআইসি। একইসাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি নতুন করে পূর্ণ সমর্থন ব্যক্ত করছে।

এছাড়াও বিবৃতিতে জম্মু-কাশ্মীরের মানুষের প্রতি সংহতি জানিয়ে এ অঞ্চল থেকে কারফিউ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ওআইসি। একই সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা চালু করে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

বিবৃতিতে ওআইসি মহাসচিব বলেন, কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বিপাক্ষিক বিষয়। তাই এ বিষয়ে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। বর্তমান সঙ্কট সমাধানে জাতিসংঘের নীতিমালা মানতে হবে ভারতকে।

এর আগে গত ৫ আগস্ট কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলে উদ্বেগ প্রকাশ করে ওআইসি। একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করে ভারত। পার্লামেন্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে এ ব্যবস্থা কার্যকর করে দেশটি। এরপর থেকেই অঞ্চলটিতে কারফিউ জারি করা হয়। নির্যাতনের মধ্যেই একপ্রকার বন্দি জীবনযাপন করছে কাশ্মীরের বাসিন্দারা।

Bootstrap Image Preview