Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় এমপি’র বিরুদ্ধে গরু চুরির মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০৯:১৫ PM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ০৯:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আসিফ ও জাকির আলি নামের দুই ব্যক্তি এই মামলা দায়ের করেছেন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে এমপি আজম খান ভুক্তভোগী আসিফ ও জাকিরের বাড়িতে ভাঙচুর, তাদের গরু চুরি ও নগদ ২৫ হাজার রুপি নিয়েছেন।

আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, আজম তাদের বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। তাদের বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ওই জমিতে একটি স্কুল নির্মাণের জন্য এমপি তাদের বাড়িটি ছেড়ে দিতে বলেছিলেন।

আজম খানের বিরুদ্ধে ভূমিদখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০ টি মামলা রয়েছে।

রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন করেছেন। এসব মামলার ২৯টিই আলিয়াগঞ্জের কৃষকরা দায়ের করেছেন।

Bootstrap Image Preview