Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে দায়িত্বজ্ঞানহীন বলল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চরম দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী বিষয়ে এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার। খবর টাইমস অব ইন্ডিয়ার

ওই সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে রাভিশ কুমার আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে পাকিস্তান। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের বিবৃতি খুবই দায়িত্বজ্ঞানহীন।

ওই মুখপাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম উল্লেখ করেননি; কিন্তু ইমরানকে উদ্দেশ করে যে এসব কথা বলা হয়েছে তা স্পষ্ট।

এদিকে জম্মু-কাশ্মীর সংকটে কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে এবার পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান।

‘কাশ্মীর আওয়ার’ নামে এই বিক্ষোভে অংশ নিতে সব পাকিস্তানির প্রতি আবেদন জানিয়েছেন তিনি। আজ শুক্রবার জুমার নামাজের আগে দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক টুইটবার্তায় সংহতি সমাবেশ আহ্বান করেন ইমরান।

তিনি বলেন, কাশ্মীরিদের ওপর আগ্রাসন চালাচ্ছে ভারতের ফ্যাসিবাদী সরকার। ২৪ ঘণ্টা কারফিউ, নারী ও শিশুসহ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে চাই। তাদেরকে আমরা এ বার্তা দিতে চাই যে, সমগ্র পাকিস্তানি জাতি তাদের পাশে আছে। আমি চাই, কাশ্মীরিদের সঙ্গে একাত্মতা জানাতে শুক্রবারের (আজ) দুপুরের সমাবেশে যোগ দিতে বেরিয়ে আসবেন পাকিস্তানিরা ইমরান খানের এমন ডাকের পরই তার বিরুদ্ধে এমন মন্তব্য আসলো ভারতের কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে।

Bootstrap Image Preview