Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর নিয়ে উদ্বেগের আড়ালে ভারতে ‘নজরদারি’ যুক্তরাষ্ট্রের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ১১:২১ AM
আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


জম্মু ও কাশ্মীরের একাধিক বাসিন্দাকে আটক এবং এলাকাজুড়ে দীর্ঘ দিন ধরে নিষেধাজ্ঞা জারি থাকার ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র।

এ দিন দিল্লিতে তিনি বলেছেন, ‘আমরা চাই মানবাধিকারের প্রতি সম্মান, আইনি প্রক্রিয়া মেনে চলা এবং আক্রান্তদের সঙ্গে আন্তরিক আলোচনা।’

এ দিনের বিবৃতিতে মার্কিন মুখপাত্র পাকিস্তানকে উদ্দেশ্য করে সতর্ক করেছেন, ‘নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে শান্তি বজায় থাকুক এবং সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসবাদী পদক্ষেপ বন্ধ করা হোক।’ 

মাত্র তিন দিন আগে ফ্রান্সের বিয়ারিৎজে জি ৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে ট্রাম্পকে মোদী বোঝান, ১৯৪৭ সালের আগে ভারত ও পাকিস্তান একটি রাষ্ট্র ছিল এবং তাদের মধ্যে যাবতীয় বিষয় দ্বিপাক্ষিক হওয়াই বাঞ্ছনীয়। এর মধ্যে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ খারিজ করে দেন প্রধানমন্ত্রী। 

আলোচনার শেষে সাংবাদিক বৈঠকে ট্রাম্পও জানান,‘ভারতের প্রধানমন্ত্রী সত্যিই মনে করেন যে, পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে। নরেন্দ্র মোদী ও ইমরান খান, দুজনের সঙ্গেই আমার অত্যন্ত ভালো সম্পর্ক, আর আমি তো আছিই। মনে হয় তারা বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নিতে পারবেন।’

ভারত ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনেতার এ হেন বিবৃতি সত্ত্বেও এদিন মার্কিন স্বরাষ্ট্র দফতরের বক্তব্যে কাশ্মীর ইস্যুতে মার্কিনি হস্তক্ষেপের স্পষ্ট ইঙ্গিত মিলেছে, যা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

Bootstrap Image Preview