Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এলেন তরুণী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্ক জাকারবার্গের আবিষ্কার ফেসবুকের সৌজন্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের চার হাত এক হচ্ছে। এবার সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এলেন তরুণী। বাঁধলেন ঘর।

ফেসবুকে প্রথমে বন্ধুত্ব, তারপরে একে অপরের সঙ্গে ফোন নম্বর আদান-প্রদান ৷ বিদেশিনী সাত সমুদ্র পাড়ি দিয়ে ছুটে এসেছেন উপমহাদেশে। যার সঙ্গে ঘর বেঁধেছেন তার নাম পবন কুমার৷

তিনি দাবি করেছেন, প্রথমে বিদেশিনীর ফ্রেন্ড রিকোয়েস্ট পান তিনি। ফ্রেন্ড করে নেয়ার পর থেকেই শুরু একে অপরের সঙ্গে চ্যাটিং ৷ তারপর ভেসেছেন প্রেমের জোয়ারে।

পবন কুমারের মা জানিয়েছেন, ছেলে-বউকে নিয়ে তিনি বেশ খুশি ৷ পুত্রবধূর ভাষা না বুঝতে পারলেও ভালো লাগছে তার ৷ তিনি বিশ্বাস করেন, বউমা আস্তে আস্তে তাদের ভাষা বুঝতে পারবেন ৷ তখন মানিয়ে নিতে অসুবিধা হবে না।

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পবন কুমারের বাড়ি ভারতের অমৃতসরে। তবে ওই বিদেশিনীর নাম জানা যায়নি।

Bootstrap Image Preview