Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি বিমানবন্দরে হুতিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের আবহা বিমানবন্দরে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ওই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাব এ হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জানান, আবহা বিমানবন্দরের হ্যাঙ্গারকে টার্গেট করে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং হামলার পর সেখানে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এর আগে বুধবার হুতি যোদ্ধারা কাসেফ-৩ কম্ব্যাট ড্রোন দিয়ে সৌদি আরবের নাজরান ও জিজান এলাকার কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

এর জবাবে সৌদি আরব কমপক্ষে ১২ বার ইয়েমেনের উত্তর প্রদেশে বিমান হামলা চালিয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এ জোট থেকে সরে গেছে।

Bootstrap Image Preview