Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি সমর্থনে ইরাকে হামলা চালিয়েছে ইসরায়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে ইরাকের ভেতরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার পেছনে সৌদি আরবের সমর্থন ছিল বলে অভিযোগ করেছেন ইরাকের শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা।

ইরাকের ওই কর্মকর্তা জানান, কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। খবর মিডল ইস্ট আই’র।

তিনি আরও জানান, মার্কিন সমর্থিত এসডিএফ গেরিলাদের মধ্যে বেশিরভাগই কুর্দি গেরিলা।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা জানান, সম্প্রতি চালানো এ হামলায় সৌদি আরব অর্থ সহায়তা দিয়েছে। সবশেষ গত রবিবার ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি বহরের ওপর ইসরায়েল ড্রোন হামলা চালায়। হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের এক কমান্ডার নিহত হন এবং আরেকজন আহত হন

Bootstrap Image Preview