Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরিদের প্রতি সমর্থন জানাতে সীমান্তে আমির খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবরুদ্ধ কাশ্মীরিদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে যেতে চেয়েছিলেন আমির খান। ব্রিটিশবংশোদ্ভূত পাকিস্তানি এ বক্সার মঙ্গলবার লাইন অব কন্ট্রোল তথা কাশ্মীর সীমান্ত রেখার কাছে গিয়ে সংহতি প্রকাশ করেন।

এদিন তিনি বলেন, আমি ব্রিটেন থেকে কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছি। আমি চাই আজাদ কাশ্মীরে নাগরিকরা যেভাবে স্বাধীনতা ভোগ করছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও এমনটি হোক। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও কাশ্মীর বিষয়ে নিন্দা জানিয়েছেন। আমরা এই বিষয়ে সমাধান চাই।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণ ১৯৪৭ সালের পর থেকে সাংবিধানিকভাবে যে বিশেষ মর্যাদা পেত, সেটি বাতিল করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। সম্প্রতি ভারতের সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপ করা হয়।

গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দেয়। এরপর থেকে জম্মু-কাশ্মীরের মুসলিম পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন।

শুধু আমির খানই নন, কাশ্মীরের মুসলমাদের প্রতি সংহতি জানাতে সেখানে যেতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ।

সোমবার নিজের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক এ অধিনায়ক কাশ্মীর সীমান্তে যাওয়ার ঘোষণা দেন।

পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডেতে ৩১টি সেঞ্চুরির সাহায্যে ১৬ হাজার ২১২ রান করা মিঁয়াদা বলেন, ‘আমি শান্তির জন্য সীমান্তে যাব। আমি সেখানে গিয়ে সবাইকে বলব, আমরা শান্তি চাই এবং আমরা কাশ্মীরি জনগণের পাশে আছি।’

পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টেস্টে ৯৬ ম্যাচে নেতৃত্ব দেয়া সাবেক এ অধিনায়ক আরও বলেন, ‘আমি কংগ্রেসের অন্যান্য কিংবদন্তির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সচেতনতা আনতে এবং শান্তির আহ্বান জানাতে যাব।

Bootstrap Image Preview