Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বোর্নিও দ্বীপে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


স্থানান্তর করা হচ্ছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তা থেকে দেশটির পূর্ব কালিমানতান রাজ্যের বোর্নিও দ্বীপে নেওয়া হচ্ছে রাজধানীকে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ কথা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান রাজধানী শহর জাকার্তায় প্রায় ১ কোটি মানুষের বাস। শহরটির একাংশ ডুবে যাচ্ছে। প্রতিবছর প্রায় ২৫ সেন্টি মিটার করে ডুবছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক শহর চলে গেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার নিচে।

তবে পরিকল্পিত নতুন এই রাজধানীর নাম এখনও চূড়ান্ত করা হয়নি। নতুন রাজধানী স্থাপিত অনুন্নত দুটি এলাকায়। সেগুলো হচ্ছে, কুতাইকারতানেগারা ও উত্তর পেনাজাম পাসের।

উচ্চাকাঙ্খী এই প্রকল্পে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপিয়াহ (৩২.৭৯ বিলিয়ন ডলার) ব্যয় হবে। দেশটির পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, জাকার্তার ট্রাফিক ব্যবস্থার কারণেই প্রতি বছর ১০০ ট্রিলিয়ন রুপিয়াহ ক্ষতি হচ্ছে।

Bootstrap Image Preview