Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরিদের অধিকার রক্ষায় ‘নজর থাকবে’ ফ্রান্সের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


ভারত এবং পাকিস্তান অংশের কাশ্মীরি জনগণের ‘স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে’ নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জি-৭ সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের সময় তার সঙ্গে দেখা করেন ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, ‘কয়েক দিনের’ ভেতর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করবেন।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধার ধারা ৩৭০ বাতিল করেছে বিজেপি সরকার। বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে তাদের বিরোধ চরমে পৌঁছেছে। কাশ্মীরের সাধারণ জনগণও আন্দোলনে নেমেছে। আন্দোলন ঠেকাতে মোদি প্রশাসন ‘নজিরবিহীন দমন-নিপীড়ন’ অব্যাহত রেখেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিদিন খবর আসছে।

প্যারিসের কাছের একটি শহরে মোদির সঙ্গে বৈঠক হয় ম্যাক্রোঁর। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বার্থ এবং অধিকার নিশ্চিত করতে ফ্রান্সের নজর থাকবে। আমি মনে করিয়ে দিয়েছি এটি ভারত এবং পাকিস্তানের ব্যাপার। তারাই যৌথভাবে সমাধান করুক। যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর দায়িত্ব দুই দেশেরই রয়েছে।’

ম্যাক্রোঁ বিবৃতিতে কাশ্মীর ইস্যুর কথা জানালেও এ বিষয়ে মোদি কোনো কথা বলেননি।

Bootstrap Image Preview