Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিপাক্ষিক ভাবে আলোচনার মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান করতে হবে: ফ্রান্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০২:০২ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview


কাশ্মীর ইস্যুকে দ্বিপাক্ষিক ইস্যু বলে বর্ণনা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন বলেছেন, ভারত-পাকিস্তান সমস্যা দ্বিপাক্ষিক ভাবেই মেটাতে হবে। এ জন্য বাইরের কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, পরষ্পরের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে ভারত-পাকিস্তানকে।

এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন জানান, কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে তিনি আলোচনা করেছেন। একই সঙ্গে দুই রাষ্ট্র নেতাই সম্মত হয়েছেন যে, এই ইস্যুতে কারোরই হিংসায় মদত দেওয়া উচিত নয়।

উল্লেখ্য, ৩৭০ ধারা রদের পর থেকেই আসরে নেমেছে পাকিস্তান। এই ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘেও দরবার করেছে ইমরান সরকার। কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও শরণাপন্ন হয়েছে পাকিস্তান। চলতি সপ্তাহেই মোদী ও ইমরানের সঙ্গে কথা বলেন ট্রাম্প। কাশ্মীর ইস্যুতে ভারত-পাক সমস্যা মেটাতে মধ্যস্থতা করার বার্তাও দিয়েছেন ট্রাম্প। এই প্রেক্ষিতে এ ইস্যুতে ফ্রান্সের এ বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

কাশ্মীর ইস্যুর পাশাপাশি ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা করেছেন মোদি-ম্যাঁক্রোন। রাফালে বিমান নিয়েও কথা হয়েছে মোদি ও ম্যাঁক্রোনের মধ্যে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই রাফালে পেতে পারে ভারত, এমনটাই মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview