Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার পুরুষদের মতোই ঘোরার স্বাধীনতা পেল সৌদি নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সৌদি আরবের মেয়েরা এখন থেকে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।

দেশটির রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার ঘোষণা করা এই নিয়মে ২১ বছর কিংবা তার বেশি বয়সী নারীদের পাসপোর্ট আবেদনের জন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি লাগবে না। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক সব নারীই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সাধারণ পুরুষের মতো বেড়াতে যেতে পারবেন।

এই নিয়মের সঙ্গে নারীদের জন্য সন্তানের জন্মনিবন্ধনের অধিকার চালু হয়েছে। এখন থেকে বিয়ের পাশাপাশি বিচ্ছেদের বিষয়টি তারা নিবন্ধন করতে পারবেন।

কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সমতার কথা বলা হয়েছে। নতুন নিয়মে নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ সমানভাবে কাজের সুযোগ পাবেন।

সৌদিতে নারীরা এতদিন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট পেতেন না। একা একা ঘুরতেও পারতেন না।

দেশটির যুবরাজ মোহামেদ বিন সালমান কয়েক বছর ধরে এই অবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছেন। নারীদের অংশগ্রহণ বাড়িয়ে ২০৩০ সাল নাগাদ দেশের অর্থনীতি আরও চাঙা করতে চাইছেন তিনি।

Bootstrap Image Preview