Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার পূর্বে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর: এইচটি ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১২:৩৬ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রধানমন্ত্রী লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন ঢাকা থেকে যারা ঈদ উদযাপন করার জন্য অন্য জেলায় যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। ডেঙ্গুর বিস্তার রোধে সতর্কতামূলক এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এমনটিই জানিয়েছেন শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

বুধবার (৩১ জুলাই) আইন অনুযায়ী দলীয় হিসাব জমা দেয়ার শেষ দিন ছিল। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে ২০১৮ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইচটি এ তথ্য জানান এইচটি ইমাম।

এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার দুই মেয়র কী করলেন না করলেন তার চেয়ে বড় কথা হচ্ছে অধীনস্থ কর্মচারী-কর্মকর্তারা কী করছেন। মশা মারার ওষুধ ঠিকমতো দেয়া হয় কিনা- এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এসব কর্মকর্তা-কর্মচারীর কাজ। প্রত্যেকটি বাড়ি পরিষ্কার থাকে কিনা সেটি সরকারের দায়িত্ব না, এটা নাগরিকদের করতে হবে। তিনি বলেন, নাগরিক সচেতনতা বাড়াতে প্রচার করতে হবে। প্রাইভেট হাসপাতালগুলোর অনেকেই রোগী নিতে চাচ্ছিলেন না। আমরা তাদেরকে বাধ্য করেছি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় দুই মেয়র দায়ী কিনা জানতে চাইলে এইচটি ইমাম বলেন, না। মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত। তারা চাইলেই অনেক কিছু করতে পারেন না। তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা কী করল সেটি দেখার বিষয়।

অপরদিকে, নির্বাচন কমিশনে (ইসি) সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ২০১৮ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা।

আর ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। দলের তহবিলে বর্তমানে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা জমা রয়েছে। অপরদিকে জাতীয় পার্টির আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।

আওয়ামী লীগের আয়-ব্যয় : ইসিতে দেয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা এবং ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। দলের তহবিলে বর্তমানে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা অবশিষ্ট রয়েছে।

আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে দলীয় চাঁদা এক কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৭০০ টাকা, সদস্য সংগ্রহ/নবায়ন ফরম বিক্রি দুই কোটি ৯ লাখ ৭৭ হাজার ৫২০ টাকা, নমিনেশন ফরম বিক্রি ১০ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা ও অনুদান ৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৩৫৫ টাকা। চাঁদার মধ্যে কার্যনির্বাহী সদস্যদের চাঁদা ৩৬ লাখ ৩৬ হাজার টাকা, উপদেষ্টাদের চাঁদা ১০ লাখ ৩৩ হাজার ২০০ টাকা, জাতীয় কমিটির সদস্যদের চাঁদা ৫ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা, সংসদ সদস্যদের ৭৯ লাখ ২২ হাজার টাকা ও সংরক্ষিত আসনের এমপিদের চাঁদা ১৩ লাখ ৯৪ হাজার টাকা।

এই আয়ের বিপরীতে ২০১৮ সালে দলটির ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যয়ের খাতগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভবন নির্মাণে ১০ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়।

জাতীয় পার্টি : দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী নির্বাচন কমিশনে গিয়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেন। ২০১৮ সালে জাতীয় পার্টির আয় ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।

Bootstrap Image Preview