Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ মিলছে ১০ আগষ্টের ট্রেনের আগাম টিকিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


পবিত্র ঈদুল আজহার আগাম টিকিট বিক্রি হচ্ছে আজও। টানা চতুর্থ দিনের মতো সকাল ৯টায় শুরু হয়েছে বিক্রি। তবে আজও লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও টিকে পাওয়ায় খুশি টিকেট প্রত্যাশীরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

দেয়া হচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনাঞ্চলের টিকিট। সকাল ৯টায় শুরু হওয়ার পর বিক্রি চলবে ৪টা পর্যন্ত। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

রাজশাহীর টিকিট কিনতে আসা শবনম শর্মি আরটিভি অনলাইনকে বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষা হলেও টিকেট পাচ্ছি, এতেই খুশি আমরা।

খুলনার টিকেট প্রত্যাশী রবিউল জানান, দুটি টিকিট নিতে এসেছিলাম। দুটোই পেয়েছে। সব ঠিক থাকলেও আমি আর আমার বউ এবার ঈদ খুলনাতেই করবো।

তিনি আরও বলেন, এবার টিকিট ঠিকমতো পেয়েছি, তবে ট্রেন বিলম্ব না হলেই হয়। গত ট্রেন অনেক লেট হয়েছিল।  

Bootstrap Image Preview