Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ছিনতাই চক্রের ৮ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুরে ছিনতাই চক্রেরে ৮ জন সদস্য র‌্যারে হাতে আটক হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) গভীর রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর এলাকার জাতীয় উদ্যান এলাকার ৩ ন. গেইট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।

গাজীপুর র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ফোর্সসহ তাদেরকে আটক করেন।

এরা হলেন গাজীপুরের শ্রীপুরের বেরাইদেরচালা গ্রামের মজিবুর রহমানের ছেলে পারভেজ মুন্সি (২৪), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার গুলশান নগর গ্রামের মৃত.আ: গনির ছেলে মামুনুর রশিদ (২৫), ফেনী জেলার দাগনভুঞা থানার পৃর্ব রামচন্দ্রপুর গ্রামের সুজন মিয়ার ছেলে শরিফুল ইসলাম (১৯) , ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মাচাইল গ্রামের আবুল হোসেনের ছেলে নয়ন মিয়া(১৯), রংপুর জেলার পিরগাছা থানার পূর্ব দেবু গ্রামের খলিলুর রহমানের ছেলে বাবু মিয়া (১৯), পিরোজপুর জেলার ভাঙ্গারিয়া থানার চরখালী গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাসেল হোসেন(১৯), শেরপুর জেলার নালিতাবাড়ি থানার কলসপাড়া গ্রামের আ: মালেকের ছেলে আশরাফুল ইসলাম (২০) একই থানার নাশকি গ্রামের আ: হালিমের ছেলে মাজেদুল ইসলাম (১৮)।

এ সময় তাদের হেফাজত থেকে ১ টি রামদা, ২ টি লোহার রড়, ২টি চাপাতি ও ৬ টি মোবাইল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা একটি সংঘবদ্ধ দস্যু দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি দস্যুতা করে আসছে। তারা আরও জানায়, তাদের দস্যুতা কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।

আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview