Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মশা নিধনে বাইক দিয়ে ওষুধ ছিটানো হবে: মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সি‌টি করপোরেশ‌নের মশানিধন কর্মী দুজন থেকে পাঁচজন করা হবে। এখন থেকে মশা নিধন করতে বাইক দি‌য়ে স্প্রে করা হ‌বে। যা‌তে অতি দ্রুত এডিস মশার প্রজনন ধ্বংস করা যায়। 

বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গুলশান-২ এ আয়োজিত সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় গুলশানের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মেয়র।

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার আহবান জানান মেয়র আতিকুল।

এছাড়া উত্তরের সকল স্বাস্থ্য কেন্দ্রে গুলোকে ডেঙ্গুরোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview