Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই মেয়রই ব্যর্থ: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গুর অবস্থা ভয়াবহ। প্রতিদিনই আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন এ অবস্থা থেকে আমরা মুক্তি পাই।

তিনি বলেন, চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, তা অকল্পনীয়। আশা করছি, এ ধরনের রোগ থেকে  অচিরেই মুক্তি পাবো। অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারব বাংলাদেশকে। দুর্যোগ মোকাবিলা করাই এখন সবার প্রধান দায়িত্ব।

এ বিষয়ে নাসিম বলেন, দুই সিটি করপোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনও দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনও সমাধান হবে না।

এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Bootstrap Image Preview