Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সরকারের নীতি প্রশংসনীয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সরকারের নীতির প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার।

তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভালো। তা ছাড়া ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সরকারের নীতি খুবই প্রশংসনীয়।

সোমবার সন্ধ্যায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন। বৈঠকে সাম্প্রতিক বিশ্ব এবং ইরান নিয়ে আলোচনা করেন মোহাম্মদ রেজা।

তিনি বলেন, ইরানকে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়ানোর অনেক চেষ্টা হচ্ছে। কিন্তু ইরানের নেতৃত্ব ও সরকার অত্যন্ত বিচক্ষণ। তাই এসব অপচেষ্টা সফল হবে না।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে রেজা নাফার বলেন, বর্তমান বিশ্ব বদলে যাচ্ছে। এখন একক দেশের শক্তি নেই। এখন সব সিদ্ধান্ত পশ্চিম থেকে আসছে না। এখন পূর্ব তার নিজের সিদ্ধান্ত নিচ্ছে।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, এখন পরাশক্তি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্র বলেছিল- তিন মাসের মধ্যে সিরিয়ায় বাশার আসাদকে পদচ্যুত করবে। কিন্তু আজ আট বছর ধরে তিনি বহাল। এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একমাত্র শক্তি নয়।

‘জোর দিয়ে বলতে পারি আল কায়েদা, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিআইএ।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করেছে। তা ছাড়া ইউনেস্কো ও জলবায়ু চুক্তির মতো চুক্তি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের এমন মনোভাবই প্রমাণ করে তারা গোটা বিশ্বকে কেমন করে বিরক্ত করে চলছে।

রাষ্ট্রদূত বলেন, ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। এ কারণেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা সৌদি আরবের চেয়েও ইরানের প্রতিরক্ষা বাজেট অনেক কম। ছয় হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে এ অঞ্চলের দেশগুলোই।

রেজা নাফা আশা করেন, বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করেন তিনি।

Bootstrap Image Preview