Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আইএসপিআরের বরাত বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ জন নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করেছে দি নিউজ।

এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রাওয়ালপিন্ডির রবি সেন্টারের কাছে আবাসিক এলাকায় সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১২ জন বেসামরিক নাগরিক, ৫ জন ক্রুসহ ১৭ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

নিহতরা হলেন, লে. কর্নেল সাকিব, লে. কর্নেল ওয়াসিম, নায়েব সুবেদার আফজাল, হাবিলদার আমিন, হাবিলদার রহমতও ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালের পর এটি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওইবার একটি এয়ারবাস বিধ্বস্ত হলে ১৫২ আরোহীর সবাই নিহত হয়।

Bootstrap Image Preview