Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিনহাকে দেশে ফেরাতে কাজ করবেন পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আইন মন্ত্রণালয় চাইলে চার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামী সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা গত ৪ জুলাই কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ২০১৭ সালের নভেম্বর থেকে বিদেশে বসবাস করছেন। বেশিরভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে তা নাকচ হয়ে যাওয়ায় এসকে সিনহা ও তার স্ত্রী মেয়ের কাছে কানাডায় ফেরেন।

উল্লেখ্য, ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে চার কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে সিনহাসহ আরও ১০ জনের বিরুদ্ধে গত ১০ জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

Bootstrap Image Preview