Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছয় বছর বয়সে নিজ আয়ে ৬৮ কোটি টাকার বাড়ির মালিক শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৯:২৭ AM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


বয়স মাত্র ছয় বছর। কিন্তু বাড়ি কিনেছেন আশি লাখ মার্কিন ডলার দিয়ে। তাও নিজের আয় থেকে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৬৮ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও ঘটনাটা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। নিজের ইউটিউব চ্যানেল থেকে এ অর্থ আয় করেছে ঐ শিশু।

বোরাম নামের শিশুটি নিজের নামে দুটি ইউটিউব চ্যানেল খুলেছে। এর মধ্যে একটি চ্যানেলের দর্শকসংখ্যা ১ কোটি ৩৬ লাখ অপরটির ১ কোটি ৭৬ লাখ। বোরাম একটি চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম পুতুলের আপডেট দিয়ে থাকে।

এছাড়া অন্য একটি চ্যানেলে বোরামকে দেখা গেছে তাত্ক্ষণিক (ইন্সট্যান্ট) নুডলস বানাতে। তবে বোরামের পথচলা কিন্তু শুরু থেকে মসৃণ ছিল না। নানা বিতর্ক হয়েছে তার চ্যানেলগুলো নিয়ে। বিশেষ করে এতো অল্প বয়সে ইউটিউব চ্যানেল চালানো ঠিক হচ্ছে কি না তা নিয়েও বিতর্ক হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিকরা বোরামের বিরুদ্ধে সেভ দ্য চিলড্রেনের কাছে নালিশ জানিয়েছিল। কেউ কেউ এক পা বাড়িয়ে আদালতে পর্যন্ত গিয়েছে। কিন্তু আদালত বোরামের পক্ষেই রায় দিয়েছে।

সাম্প্রতিককালে শিশুদের ইউটিউব চ্যানেলগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফোবর্স ম্যাগাজিনের তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্রের সাত বছর বয়সি শিশু রায়ান কাজী তার ইউটিউব চ্যানেল থেকে দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

Bootstrap Image Preview