Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করেছে শ্রীলংকা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৯  ওভারে ৩ উইকেটে ৩০ রান।

৩১৫ রানের জয়ের লক্ষে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। খেলা শুরুর প্রথম ওভারের ৫ বলের মাথায় তামিম ইকবাকে বোল্ড আউট করেন মালিঙ্গা।
এরপর খেলার ৮ ওভারের মাথায় নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোহাম্মদ মিথুন।

মিথুনের বিদায়ের শোক কাটতে না কাটতেই পরের ওভারে মালেঙ্গার বলে বোল্ড আউট হন সৌম্য।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, অভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসেরা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।

Bootstrap Image Preview