Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ অবসরের ঘোষণা মোহাম্মদ আমিরের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। শুক্রবার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি জানিয়ে দেন সাদা পোশাকের ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।

এই প্রসঙ্গে আমির বলেন, ‘ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত সম্মানের। তারপরেও আমি লঙ্কার ভার্সন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, যাতে সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে পারি।’ বিবৃতিতে বলছিলেন মোহাম্মদ আমির।

২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মোহাম্মদ আমিরের। এরপর পাকিস্তানের হয়ে মাত্র ৩৬ ম্যাচে ৩০.৪৭ গড়ে ১১৯টি উইকেট তুলে নিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন আমির।

Bootstrap Image Preview