Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ সব ধরনের চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 

শুক্রবার (২৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়ি- ঘর ইসরায়েল ধ্বংস করার পর বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন কর্তৃপক্ষ। দেশটির পশ্চিম তীরের শহর রামাল্লায় প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মাহমুদ আব্বাস বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার কারণে আমরা ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সব ধরনের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, বাতিল হওয়া সব ধরনের চুক্তির ভেতর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তিও রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং তেল আবিব সরকারের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি বাতিলের বিষয়ে ইসরায়েল এখনও কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল দাবি করছে, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

গত ২৫ বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল।

পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি-ঘর ভেঙে দেয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গন বলছে, ইসরায়েলের এই ধরনের আচরণ ঠিক নয়।

Bootstrap Image Preview