Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের নেই কোন নিজস্ব রকেট উৎক্ষেপণ কেন্দ্র। তারপরও এবার তারা মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

এ বিষয়ে ফাওয়াদ চৌধুরী জানান, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করবে বিমান বাহিনী। তারা ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের মধ্যে থেকে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। ফলে প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণ কেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চীনের কাছ থেকে প্রযুক্তিও নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে মহাকাশযান উৎক্ষেপণ করে দেবে চীন।

Bootstrap Image Preview