Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেল ট্যাংকারের ক্রু’দের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৯ AM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৯ AM

bdmorning Image Preview


ইরানে আটক ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার স্টেনা ইমপেরো’র ভারতীয় ক্রুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তেহরানের ইরান দূতাবাসের ভারতীয় কর্মকর্তারা।

গতকালের (বৃহস্পতিবার) এই সাক্ষাতে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের কেন্দ্রীয় শহর ‘বন্দর আব্বাস’র ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় ভারতীয় কূটনীতিকরা দেশটির নাবিকদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।  

এর আগে ব্রিটিশ পতাকাবাহী জাহাজটির মালিক জানিয়েছিলেন, ট্যাংকারের সকল ক্রু সুস্থ ও নিরাপদ আছেন এবং তাদের সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে স্টেনা ইমপেরোকে আটক করে। তেল ট্যাংকারটি বর্তমানে বন্দর আব্বাস নৌবন্দরে নোঙর করে রাখা হয়েছে এবং এটির ২৩ ক্রু’র মধ্যে ১৮ জনই ভারতীয়।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে আইআরজিসি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করে সঠিক ও সময়োপযোগী কাজটি করেছে। তিনি আরো বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার জন্য সারাবিশ্বের উচিত আইআরজিসি’র প্রতি কৃতজ্ঞ থাকা।

Bootstrap Image Preview