Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্যাংকার জব্দ করে বুড়ো সাম্রাজ্যবাদের দর্প চূর্ণ করা হয়েছে: আইআরজিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৩ AM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৩ AM

bdmorning Image Preview


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিন বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, যতদিন পর্যন্ত ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলোকে স্বীকৃতি দেয়া না হবে ততদিন তার দেশের প্রতিরোধকামী পদক্ষেপের মোকাবিলায় শত্রুর পশ্চাদপসরণ অব্যাহত থাকবে।

তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল সালামি বলেন, শত্রুদেরকে ইরানি জনগণের দৃঢ় ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানাতে হবে এবং এদেশের ওপর কোনো বহিঃশক্তি তার দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারবে না।

ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে আবার জোর দিয়ে উল্লেখ করেন আইআরজিসি’র প্রধান কমান্ডার। তিনি বলেন, চাপ প্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে ঠেকিয়ে রাখা যাবে না। যারা এর আগে দাবি করেছিল ইরানকে এক ফোটা তেলও বিক্রি করতে দেবে না এখন তারা তাদের অবস্থান থেকে পিছু হটে গেছে।

জেনারেল সালামি ইরানি জনগণের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার ব্যাপারে শত্রুকে সতর্ক করে দেন। তিনি বলেন, ইরানের অগ্রগতি থামিয়ে রাখার ক্ষেত্রে বুড়ো সাম্রাজ্যবাদী শক্তির (ব্রিটেন) অনেক বড় ভূমিকা রয়েছে। কিন্তু এখন যদি সে ইরানের বিরুদ্ধে পেশীশক্তি প্রদর্শন করতে চায় তাহলে তার জেনে রাখা উচিত, ইরানিরা চারটি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজের থাবার ভেতর থেকে ব্রিটিশদের তেল ট্যাংকার টেনে বের করে এনে জব্দ করেছে। এর মাধ্যমে সাবেক এই সাম্রাজ্যবাদী শক্তির দম্ভ চূর্ণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview