Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুষ নেওয়ার সময় সেটেলমেন্ট কর্মকর্তাসহ আটক ২

ঘুষের টাকাসহ দিনাজপুরে সেটেলমেন্ট কর্মকর্তা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ১৮ জুলাই ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


দিনাজপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী সেটেলমেন্ট অফিসারসহ ২ জনকে আটক করেছে।

এ সময় ঘুষ গ্রহণের নগদ ২০ হাজার টাকা উদ্ধার করেন দুদকের কর্মকর্তারা।

বুধবার বিকাল ৫টার দিকে দিনাজপুর শহরের কসবা মিশন রোডে সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দুদক এই অভিযান চালায় আটককৃত ২ জন কর্মকর্তা হলেন- উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার স ম আসাদুজ্জামান ফেরদৌস (৫৫) ও প্রসেস সার্ভেয়ার শহিদুল ইসলাম (৫২)।

দিনাজপুর সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ এই অভিযানে নেতৃত্ব দেন।

দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সদরের উপশহর ৫নং ব্লকের জামিল উদ্দীনের ছেলে শাহিন হোসেন দুদকে অভিযোগ করেন, তার ১টি জমির আপিল কেস নিষ্পত্তি করার জন্য ওই ২ কর্মকর্তা ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

বুধবার বিকালে ঘুষের ৫০ হাজার কিছু অংশ ২০ হাজার টাকা অফিসে দিতে আসেন শাহিন। সে সময় দুদক অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় থেকে বেশ কিছু ব্যাংকের জমা বহি, চেক বই ও কাগজপত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview