Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাইওয়ের রেলিংয়ে বাসের ধাক্কা, প্রাণে রক্ষা পেলেন ৫২ হাজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে মঙ্গলবার এক বাস দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ৫২ জন হাজি। তারা সবাই ওমানের নাগরিক। মক্কায় হজ শেষে নিজ দেশে ফেরার পথে তারা ওই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, মঙ্গলবার সকালে একটি বাসে করে পবিত্র নগরী মক্কা থেকে ওমানে ফিরছিলেন ওই হাজিরা। আবুধাবি অতিক্রম করার সময় বাসটি হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে কোনোমতে রাস্তায় থাকতে সক্ষম হয়।

আবুধাবি পুলিশ জানিয়েছে, উমরাহ শেষে ওই বাসে করে যাত্রীরা পবিত্র মক্কা শহর থেকে নিজ দেশ ওমানে ফিরছিলেন।

ওমান যাওয়ার পথে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। কিন্তু এই ঘটনায় কেউ হতাহত হননি। বাসে থাকা হজ পালনকারীরা সবাই নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার পর তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং ওই হাজিদের জন্য পর্যাপ্ত খাবার ও পানীয়ের আয়োজন করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তাদের জন্য আরেকটি বাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আবুধাবি শহরেই অবস্থান করবেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, ধাতব রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি থেমে না গেলে বহু মানুষ নিহত হতেন।

Bootstrap Image Preview