Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে ৩ ইউরোপীয় দেশের উদ্বেগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আবার আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।

রোববার পরমাণু সমঝোতা স্বাক্ষরের চতুর্থ বার্ষিকী (‌১৪ জুলাই) উপলক্ষে তিনি ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে সতর্ক করে দিয়ে বলা হয়, চলমান উত্তেজনার পরিণতি এতটা ভয়াবহ হতে পারে যে, সংশ্লিষ্ট সব পক্ষ যেন কিছুক্ষণের জন্য হলেও তা চিন্তা করে এবং নিজ নিজ পদক্ষেপের সম্ভাব্য পরিণতির বিষয়টি ভেবে দেখে।

জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের এই তেল ট্যাংকারটি আটক করেছে ব্রিটেন। 

বিবৃতিতে আরো বলা হয়, “আমরা বিশ্বাস করি, দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে উত্তেজনা প্রশমন ও আবার আলোচনা শুরু করার সময় এসে গেছে।” ২০১৫ সালে ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা স্বাক্ষরে এই তিন ইউরোপীয় দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ২০১৮ সালে আমেরিকা গায়ের জোরে এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটির ভবিষ্যত নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়।

গতমাসে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর চলতি মাসের গোড়ার দিকে আমেরিকার অনুরোধে সাড়া দিয়ে জিব্রাল্টার প্রণালি থেকে ব্রিটেন একটি ইরানি সুপার তেল ট্যাংকার আটক করলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ইরান ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। 

Bootstrap Image Preview