Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরাকের কুর্দিস্তানে আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


ইরাক সীমান্তের উত্তরাঞ্চলে স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে বহুমুখী হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল (শুক্রবার) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান এলাকায় তৎপর বিপ্লব-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে গত বুধবার থেকে টানা হামলা চালানো হয়েছে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার আইআরজিসির অনুরোধে কান না দেয়ায় এ হামলা চালানো হয়। ওই এলাকায় বিপ্লব-বিরোধী সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছে এবং ইরানের অভ্যন্তরে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে। এ গোষ্ঠীর প্রতি বিশ্বের বলদর্পী শক্তিগুলোর সমর্থন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলন্দাজ ইউনিট হামলায় অংশ নেয় এবং সন্ত্রাসীদের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো ধ্বংস করে। হামলায় বহু সংখ্যক সন্ত্রাসী হতাহত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, সন্ত্রাসীরা কুর্দিস্তান এলাকার সাধারণ লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এ অবস্থায় সন্ত্রাসীদের ঘাঁটি থেকে দূরে থাকার জন্য আইআরজিসি ইরাকি কুর্দিদের প্রতি আহ্বান জানিয়েছে।

Bootstrap Image Preview