Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীর বাড়ির সামনে কাঁকড়া ছেড়ে প্রতিবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাঁধ ভাঙাকে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি রা্জ্য সরকারের মন্ত্রীর বাড়ির সামনে এক বস্তা কাঁকড়া ছেড়ে প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) রাত দশটা নাগাদ রত্নগিরি জেলার চিপলুনে অবস্থিত তিওয়ারে বাঁধটি ভেঙে যায়। এতে সাতটি গ্রাম পানিতে তলিয়ে যায়, যারফলে মারা যায় ১৯ জন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বাঁধ ভাঙার কারণ সম্পর্কে মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী শিবসেনার তানাজি সবন্ত বলেন, ২০০৪ সালে নির্মিত ওই বাঁধে কোনও অনিয়ম হয়নি। অত্যাধিক কাঁকড়ার কারণে বাঁধের বিভিন্ন জায়গায় ফুঁটো দেখা যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।

মন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি(এনসিপি)মুখপাত্র নবাব মালিক বলেন, বাঁধ নির্মাণে যুক্ত একজন (মন্ত্রী) ন্যাক্কারজনক আত্মপক্ষ সমর্থন করলেন। বড় হাঙরদের বাঁচানোর উদ্দেশ্যেই নিরীহ কাঁকড়াদের ওপর দোষ চাপানো হচ্ছে। এ রকম দাবি মেনে নেওয়া যায় না।

গত সপ্তাহে এনসিপির কর্মীরা নাওপাড়া থানায় কাঁকড়া নিয়ে যায়। কর্মীরা পুলিশের কাছে দাবি করে, যেহেতু কাঁকড়াদের কারণে বাঁধ ভেঙেছে। তাই এই কাঁকড়াদের যেন গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় কাঁকড়াদের বিরুদ্ধে খুনের মামলা করার দাবি জানানো হয়।

 

 

Bootstrap Image Preview