Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হজযাত্রীদের প্রতি সৌদি বাদশাহর নির্দেশনা, দেয়া যাবে না কোনো স্লোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের কোনো ধরণের রাজনৈতিক বা মতাদর্শকেন্দ্রীক কার্যক্রম থেকে বিরত থাকা এবং ধর্মীয়সহ যেকোনো ধরণের স্লোগান না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মঙ্গলবার (৯ জুলাই) সৌদি আরবের কেবিনেট বৈঠকে এ বিষয়ে বাদশাহর পক্ষ একটি নির্দেশনা পড়ে শোনানো হয়।

ওই নির্দেশনায় হজযাত্রীদের পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থানগুলোর বরকত হাসিল এবং হজের বিধিবিধান সঠিকভাবে পালনে মনোনিবেশ করতে বলা হয়।

এছাড়াও যে কোনো ধরণের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

সৌদি আরবের তথ্যমন্ত্রী তুর্কি বিন আবদুল্লাহ শাবানাহ বাদশাহর পক্ষে নির্দেশনাগুলো পড়ে শোনান।

বাদশাহ বলেন, হজযাত্রীদের রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক স্লোগান দেয়ার বৈধতা নেই। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে ইরানি হজযাত্রীরা সৌদি প্রশাসনের বিরুদ্ধে তৎপরতা চালাতে পারেন সে আশঙ্কা থেকেই এমন নির্দেশনা দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

Bootstrap Image Preview