Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুর জেলা জুড়ে চলছে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারী সম্পত্তি উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৮ জুলাই) সকাল থেকে মাদাম ব্রীজ এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ অভিযানের নেতৃত্বে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ।

তবে জেলা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নাজমুল হক জানান, সড়কের দু-পাশে প্রায় ৫শতাধিক অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে।

দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হলেও তা সরিয়ে নেয়া হয়নি। এসব স্থাপনার মধ্যে বহুতল ভবন রয়েছে। সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এ দিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ জানান, সরকারী সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসব সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


 

Bootstrap Image Preview