Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ১১:২১ AM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গতকাল রবিবার আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬. দশমিক ৯। অবশ্য কোনও কোনও আন্তর্জাতিক গণমাধ্যমে এই মাত্রা ৭ দশমিক ১ বলে উল্লেখ করা হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের কারণে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। 

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। উত্তর সুলাওয়েসি থেকে উত্তর মালুকুর মাঝে মলুক্কা সমুদ্রে এটি সৃষ্টি হয়।

ভূমিকম্পে প্রাথমিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া যায়নি। তবে সুনামি সতর্কতা জারি করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ সময় সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়ায় মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। গত ২৪ জুন শেষবার সে দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৫।

Bootstrap Image Preview