Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অলস লোক দেখলেই ধরছে পুলিশ, গ্রেফতার ১০ হাজার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফিলিপাইনের পুলিশ গত দুই সপ্তাহে ‘অলস’ অভিযোগে রাস্তায় ঘুরে বেড়ানো ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে। তবে পুলিশ জানিয়েছে, কারফিউ চলার সময়ে রাস্তায় অবস্থান করায় তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় ‘অকর্মণ্যদের’ গ্রেফতারের নির্দেশ দেন। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এসব সংগঠন এই অভিযানকে ‘গরিববিরোধী’ আখ্যায়িত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই ফিলিপাইনের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ মেট্রোপলিটন এলাকার পুরুষ। তবে কিছু এলাকায় নারী ও অপ্রাপ্ত বয়স্কদেরও গ্রেফতার করা হয়।

ম্যানিলার সবচেয়ে বড় জেলার পুলিশ প্রধান জেনারেল জোসেলিটো দাবি করেছেন, অলস হিসেবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেন, আমরা চেষ্টা করছি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে প্রস্রাব ও মদ্যপান বন্ধ করতে। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

২০১৫ সালে ম্যানিলায় লোক সংখ্যা ছিল ১২.৮ মিলিয়ন। এই হিসেবে প্রতি বর্গকিলোমিটারে শহরটিতে বাস করছেন ২০ হাজার ৭৮৫ জন।

বস্তি এলাকাগুলোতে অনেক মানুষই খোলা আকাশের নিচে বাস করেন। দেশটির গরম আবহাওয়ার কারণে অনেক পুরুষ প্রকাশ্যে কাঁধে শার্ট ঝুলিয়ে চলাফেরা করেন। এখন এমন আচরণকে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে।

Bootstrap Image Preview