Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহ আমানত বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম নগরের পতেঙ্গা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা। 

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বাহিনীর পূর্ব জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত বিমানবন্দর রোড থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ৩০০ ভরি।

তিনি আরও বলেন, কোনো একটি ফ্লাইটে নিয়ে আসা এসব স্বর্ণ বিমানবন্দর থেকে বের করে ব্যাগে নিয়ে যাচ্ছিলেন এক পাচারকারী। কোস্টগার্ড সদস্যদের দেখে ব্যাগ ফেলে পালিয়ে যান তিনি। পরে ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণ পরে কাস্টম হাউজে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview